ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সাক্ষাত না পাওয়ায় ক্ষুব্ধ ম্যারাডোনা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ২৬ জুন ২০১৮

কিংবদন্তী ফুটবলার দিয়াগো ম্যারাডোনা ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন। রাশিয়া বিশ্বকাপে আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে রাত ১২টায় মুখোমুখি তে যাচ্ছে আর্জেন্টিনা ও নাইজেরিয়া। তার আগেই ম্যারাডোনা দেখা করতে চেয়েছিলেন মেসিদের সঙ্গে। কিন্তু সাক্ষাতের অনুমতি তাকে দেওয়া হয়নি। আর এতে তিনি চরম ক্ষুব্ধ হয়েছেন।

আসরের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনার জন্য আজকের ম্যাচটি ডু অর ডাই ম্যাচ। মহাসমীকরণের এই ম্যাচে শুধু জয় পেলেই হবে না, দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে মেসিদের তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ডের দিকেও।    

এজন্য মেসিদের মানসিক অবস্থা বিবেচনা করেই তাদের উজ্জীবিত করতে অনুশীলনে যেতে চেয়েছিলেন ১৯৮৬ বিশ্বকাপের এই নায়ক। কিন্তু তার আবেদন খারিজ করে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।

এদিকে, আবেদন খারিজ হওয়ায় ফেডারেশনের সভাপতিকে কড়া কথাও শুনিয়েছেন ম্যারাডোনা। ছাড়েননি কোচ হোর্হে সাম্পাওলিকেও।

এসি

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি